কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় আবারও স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। ঘন কুয়াশায় চারিদিক ঢেকে থাকায় দিনের বেলাতেও হেডলাইট চালিয় চলছে যানবাহন।
ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় কাজে বের হতে পারছেন না শ্রমজীবিরা। গরম কাপড়ের অভাবে তীব্র শীতকষ্টে ভুগছেন হতদরিদ্র পরিবারের মানুষেরা।
জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখা। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আন্তঃ বিভাগের পাশাপাশি বর্হিবিভাগে ৮ থেকে ৯শ রোগী চিকিৎসা সেবা নিচ্ছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।