সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দায় আগুন পুড়ে ভস্মীভূত হয়েছে ১টি বসতঘর। এতে আত্মিক ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় রক্ষা পেয়েছে ৪০/ ৫০ টি বসত বসতঘর।
আজ শনিবার (৯ জানুয়ার) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় এমপি মানু মজুমদার।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরে নয়াপাড়া রোডে কোর্ট মসজিদ সংলগ্ন একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃসোহেল রানা।
কলমাকান্দা ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায়এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা পায় ওই এলাকার বসবাসরত অন্তত ৪০/৫০টি পরিবার ।
ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদির জানান , বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ওই আগুনের সুত্রপাত হতে পারে। ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ভাড়াটিয়া মিষ্টির দোকানের কারিগর নিরঞ্জন ঘর থেকে কোনকিছুই বের করতে পারে নি।