মোঃ সুরুজ আলী- নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় বাহীমাইল সরকারী জমিতে “ডঃ এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়” স্থাপনের দাবিতে বড়াইগ্রামের সর্বস্তরের মানুষ রবিবার সকাল ১০টা হতে১২টা পর্যন্ত মানববন্ধনে অংশগ্রহণ করে।
এই মানববন্ধনে হাজার হাজার লোক অংশগ্রহণ করে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র হতে কালিকাপুর রাস্তার দু’ধারে ব্যানার-ফেস্টুন নিয়ে মানুষ রাস্তায় দাঁড়িয়ে যান। এ সময় বক্তব্য রাখেন বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন সহ নেতা সুধী সমাজ ও ব্যবসায়ী।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, নাটোরে ‘ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভাটি হচ্ছে উত্তরের বগুড়া, রংপুর, পশ্চিমের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও দক্ষিণের কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা এলাকার প্রবেশ দ্বার।
এখানে সড়ক পথে যোগাযোগের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ যাতায়াত সুযোগ-সুবিধা রয়েছে। বনপাড়া পৌরসভা সংলগ্ন হারোয়া-বাহিমালী-ভবানীপুর এলাকায় রয়েছে নর্থবেঙ্গল সুগার মিলের ৭০১ একরের ইক্ষু খামার। এর মাঝেই ২২ একর সরকারি খাস জমি রয়েছে।
এখানে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করলে জমি অধিগ্রহণ সংক্রান্ত কোনো সমস্যা হবে না। এখানে প্রস্তাবিত ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়’টি স্থাপন করার দাবী জানান তারা।