আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সাভার প্রতিনিধি:

 

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী আবির হাসান নামে এক পুলিশ সদস্য নিহত।

 

বুধবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি ইফাদ অটোসের সামনে এই দূর্ঘটনা ঘটে।

 

নিহত আবির হাসান (২৫) মানিকগঞ্জ সদর থানায় পুলিশ সদস্য (গাড়ী চালক) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।

 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, বিকেলে ধামরাইয়ের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ কর্মস্থলের উদ্দেশ্য রওনা হন তিনি। এসময় পিছন থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

গোলরা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম জানান, অজ্ঞাত পিকআপ ভ্যানটি সনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। তার পরিবার এলে এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap