নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় চলতি ধনু নদীতে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই নৌ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান, উপজেলার লেপসিয়া নৌ ফাঁড়ীর অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম সাংবাদিকদের আরও জানান, গত ৯ ডিসেম্বর বুধবার নৌ পথে চাঁদাবাজির ঘটনায় ১২ ডিসেম্বর শনিবার নায়েক বিল্লাল হোসেন, ও কনস্টেবল ফিরোজ আলম এই দুইজনকে প্রত্যাহার করে ব্রাহ্মবারিয়া নৌ পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য , গত (৯ ই ডিসেম্বর) বুধবার খালিয়াজুরী উপজেলার চলতি ধনু নদীতে চাঁদাবাজির সময় নৌ পুলিশের একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। এসময় দুই নৌ পুলিশ সদস্যকে সতর্ক করে ঘটনাস্থল থেকে তাদের ছেড়ে দেওয়া হয় এবং নৌকাটি আটক করে ১নং মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান এর জিম্মায় দেওয়া হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জানান, গত ৯ ডিসেম্বর বুধবার নদীতে চাঁদা উত্তলনের সময় নৌ পুলিশের একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে দুই নৌ পুলিশ সদস্যকে সতর্ক করে ছেড়ে দিয়ে নৌকাটি আটক রাখা হয়ে ছিলো। গতকাল শুক্রবার নৌকার মালিক পাওয়ায় সর্তসাপেক্ষে তার মুচলেকা রেখে নৌকাটি ফেরত দেওয়া হয়।