বিশেষ প্রতিনিধি:
শুক্রবার (১১-১২-২০২০) সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়ার-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ও ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটি।
জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধার সভাপত্বিতে, ইউনিক বাস স্টান্ড থেকে বিকেল ৩:৫০মি. প্রথমে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ফ্যান্টাসি কিংডমের সামনে উপস্থিত হয়ে, নেতাকর্মীদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে, মশাল মিছিল নিয়ে আবার ইউনিক বাস স্ট্যান্ডে ফিরে আসেন জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা কর্মীরা।
বক্তব্যে নেতারা বলেন, জাতির পিতার ভাস্কর্য ভাঙার মাধ্যমে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। তারা দেশের অব্যাহত উন্নয়ন-অগ্রগতি যারা সহ্য করতে পারছে না। তারাই জাতির পিতার ভাস্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। শতবাধা থাকলেও এ দেশে জাতির পিতার ভাস্কর্য স্থাপন হবে। কোনো অপশক্তি তা ঠেকাতে পারবে না।
এ সময় প্রতিবাদী মশাল মিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ তোফায়েল আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন জমিদার।
এছাড়াও আরো উপস্থিতি ছিলেন, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সহ-সভাপতি সারোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ইমন শিকদার, আঞ্চলিক কমিটির শাহআলম, সাত্তারসহ আরও অনেকে।