আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনা জেলা এ্যাডভোকেট বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত সভাপতি সবুজ ও সাধারণ সম্পাদক স্বপ্না।

পাবনা প্রতিনিধি :

গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাবনা জেলা এ্যাডভোকেট বার সমিতিরি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও প্রিজাইডিং অফিসার এ্যাড. আব্দুর রহিম খানসহ ১০ সদস্য। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৩৭ জন এই ভোটারদের মধ্যে থেকে মোট ৩১৯জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভোটে সব ক’টি পদে বিজয়ী হন সম্মিলিত আইনজীবী ফোরাম। সভাপতি হিসেবে বিজয়ী হন সম্মিলিত আইনজীবী ফোরামের প্রার্থী এ্যাড. সাহাবুদ্দিন সবুজ ১৯২ ভোট পেয়ে বিজয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলহাজ্ব এ্যাড. আজিজুল হক (১) ১২৩ ভোট, সহসভাপতি হিসেবে জয় লাভ করেন এ্যাড. কাজী মকবুল আহমেদ বাবু (২০১), এ্যাড. আব্দুর রউফ বাবলু (১৯৫), নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড. আইনুল হক (১০১) ও এ্যাড. মকবুল হোসেন (১১৫) ভোট। সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হন এ্যাড. ইতি হোসেন স্বপ্না (১৯১), নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব এ্যাড. মো. আবুল কালাম আজাদ বাচ্চু (১২৯), কোষাধ্যক্ষ আলহাজ্ব এ্যাড. কাজী সাইদুর রহমান ২০১ ভোটে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এ্যাড. এনামুল হক (২) ১০৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক (উন্নয়ন) এ্যাড. আতিকুর রহমান সাগর প্রাপ্ত ভোট ১৯৩, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এ্যাড. রেজাউল করিম সালাম পান ১১৯ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক (লাইব্রেরী) এ্যাড. সালমা আক্তার শিলু প্রাপ্ত ভোট ১৭৮ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এ্যাড. মোহা: মাসুদ আলম লিটন পান ১৩৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক (সংস্কৃতি) এ্যাড. তোরাব আলী সরকার প্রাপ্ত ভোট ২০০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এ্যাড. রেজাউল করিম ১০৯ ভোট পান। অডিটর এ্যাড. মো. রমজান মৃধা রবিন প্রাপ্ত ভোট ২০০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এ্যাড. আমিনুল ইসলাম ১০৬ ভোট। সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন এ্যাড. খন্দকার মাহবুব আহমেদ (রিটন), এ্যাড. মরিয়ম চৌধুরী, এ্যাড. এস.এম. রাকিব হাসান (মুন্না), এ্যাড. ওমর ফারুক।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap