মহান মুক্তিযুদ্ধের অন্যাতম সংগঠক, শ্রমজীবি-মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রামী,নিলোর্ভ ও ত্যাগী রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ পাবনা জেলার সাবেক সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ওয়াজি উদ্দিন খান আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) । ওয়াজি উদ্দিন খান এর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক পরিমন্ডলে সত্যিকারের দেশ প্রেমিক, যোদ্ধা, ত্যাগি একজনকে হারালো। এ শুন্যতা পুর্ণ হবার নয়। ওয়াজি উদ্দিন খান এর মৃত্যুতে তঁার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাবনা জেলার সভাপতি কমরেড জাকির হোসেন, সাধারন সম্পাদক কমরেড নজরুল ইসলাম, গণতন্ত্রী পার্টি পাবনার সম্পাদক সুলতান আহমেদ বুরো, ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ) পাবনা জেলার সভাপতি রেজাউল করিম মনি, জাতীয় পার্টি পাবনা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি নাছির চৌধুরী, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, পাবনা জেলার সভাপতি কমরেড আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক কমরেড প্রদ্বীপ কুমার, বাংলাদেশ ছাত্রমৈত্রীর পাবনা জেলা ইন-চার্জ ও সাবেক সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাবনা সদর উপজেলা জেলা কমিটির সভাপতি কমরেড সিরাজুল ইসলাম, ছাত্রমৈত্রী পাবনা জেলা কমিটির সভাপতি মোমিনুর রহমান মোমিন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক আজম মোহাম্মদ, সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি সোহানুর রহমান সোহাগ,সরকারী শহীদ বুলবুল কলেজ শাখার সভাপতি সোহেল রানা, শহীদ এম মনসুর আলী কলেজ শাখার সভাপতি নয়ন মাহমুদ, ইসলামিয়া ডিগ্রি কলেজ শাখার সভাপতি রেজাউল ইসলাম, পাবনা কলেজ শাখার সভাপতি রাফিউল্লাহসহ আরো অনেকে।