মোঃ সুরুজ আলী – নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবলীগের উদ্যোগে বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌর মিলনায়তনে উপজেলা যুবলীগের আহ্বায়ক জুলফিকার মতিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জাহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগে সভাপতি কেএম জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামীলীগের শিক্ষা-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইউসুফ আবদুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম জিল্লুর হোসেন জিন্নাহ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ এবং অন্যদের মধ্যে যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লা, কৃষকলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হক সুইট, বনপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব সোনার, সাধারন সম্পাদক আতিকুর রহমান পিয়াস প্রমূখ বক্তব্য রাখেন। মোঃ সুরুজ আলী ।নাটোর জেলা প্রতিনিধি