কেশবপুর যশোর
যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও প্যানেল মেয়র বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা আলমগীর সিদ্দিকী টিটো, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তুহিন রেজা, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্ত্তী, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহিন আলম, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হুসাইন, শামীম রেজা, ওবায়দুর রহমান নীল, রাকিবুল হাসান রানা, আনোয়ারুল ইসলাম রাজু প্রমুখ।