আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাশ উদ্ধার
লাশ উদ্ধার

কেশবপুর পল্লীথেকে এসকে এস ফাউডেশনের কর্মকতার লাশ উদ্ধার

কেশবপুর যশোর প্রতিনিধি:

যশোরের  কেশবপুরে সন্যাশগাছা থেকে শনিবার সকাল ১১টার দিকে গৌরিঘোনা এসকেএস ফাউডেশনের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে কেশবপুর থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসি জানান, শনিবার সকাল ১১টার দিকে কেশবপুর থানা পুলিশ উপজেলার গৌরিঘোনা শাখা এসকেএস ফাউডেশনের কর্মকর্তা দলিলুর রহমান(৪১)এর লাশ সন্যাসগাছা গ্রামের বিশ্বজিত দের বাড়ি থেকে উদ্ধার করেছে।

সে পাবনা জেলার চাটমোহর উপজেলার মধ্য সালিখা গ্রামের জামাত আলীর ছেলে।

কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান,শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে।থানায় অপমৃত্য মামলা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap