আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেশবপুরে ৫৩ পিচ ইয়াবাসহইয়াবা ব্যবসায়ি আটক

কেশবপুর যশোর প্রতিনিধিঃ

 

যশোর কেশবপুরে ৫৩ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।

 

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার শাওন হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৫৩ পিচ মাদক উদ্ধার করা হয়। শাওন হোসেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইয়াছিন আলী গাজীর ছেলে।এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার আটককৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap