কেশবপুরযশোর
যশোর মুড়লী মোড় এলাকা থেকে ২০টি অতিথি পাখিসহ নৃপেন বিশ্বাস নামক একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গত ১৮ই নভেম্বর, ২০২০ তারিখে যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক জনাব সোমেন দাস, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এর নেতৃত্বে এসআই মোঃ আব্দুল মালেক, এসআই মোঃ আরিফুল ইসলাম সহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে
কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা কালে মুড়লীর মোড় হতে অতিথি পাখি সহ আসামী উত্তম বিশ্বাস-কে আটক করে এবং তাকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, যশোর সদর, যশোর এর নিকট সোপর্দ করা হয়। নৃপেন বিশ্বাস যশোরের অভয়নগর উপজেলার উত্তম বিশ্বাসের ছেলে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, যশোর সদর, যশোর উক্ত আসামীকে বন্য প্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮(২) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড সহ ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করেন এবং পাখি গুলোকে যশোর বন বিভাগের কাছে হস্তান্তর করেন।