আজ ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লামা চকোরিয়া সড়কের লাইন ঝিরিতে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক গভীর খাদে

লামা চকোরিয়া সড়কের লাইন ঝিরিতে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক গভীর খাদে

 

মোঃ চান মিয়া লামা প্রতিনিধি

 

আজ মঙ্গলবার,(১৭ নভেম্বর ২০২০)ভোর সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

 

জানাযায়, ট্রাকটি মুদির দোকানের মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে লামায় আসছিল। ড্রাইবারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ লামা হাসপাতালে ভর্তি করানো হয়। গাড়ীর নাম্বার চট্রমেটো ট ১১-০১৬৩।

 

স্থানীয় জনসাধারণ থেকে জানা যায় চকোরিয়া থেকে মিরিঞ্জা আসা পযন্ত গাড়ি ব্রেক কাজ করছে, যখন মিরিঞ্জা ডালু নামতে ছিল তখন আর ব্রেকে কাজ করছে না, শেষে আর নিয়ন্ত্রণ রাখেতে না পেরে দুর্গঠনায় পতিত হয়।

 

লামা ট্রাফিক পুলিশ দুর্গটনা স্থল পরিদর্শন করে লামা থানাকে অবহিত করেন। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন লামা সদর ইউপি ১নং ওর্য়াড মেম্বার আবু সুফিয়ান।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap