কেশবপুর যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুর পৌরসভার ৪নং ওয়র্ডের পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবুর আয়োজনে তাঁর বাড়ির পাশে এক মহিলা সমাবেশ আজ বিকালে অনুষ্ঠিত হয়েছে।
পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবুর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুরের নান্দনিক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন আলমগীর সিদ্দিক, আলামিন হোসেন, হেলাল, পারভিনা বেগম, রহিমা বেগম, শামিমা সুলতানা প্রমুখ। মহিলা সমাবেশে উপস্থিত বক্তাগণ পৌরসভার ৪ নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশাংসা করে আগামী পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদে পুনরায় রফিকুল ইসলাম ও পৌর কাউন্সিলর পদে পুনরায় আফজাল হোসেন বাবুকে ব্যাপক ভোটে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাত রাখার দৃঢ় প্রতিজ্ঞা ব্যাক্ত করেন।