[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
যশোরের কেশবপুরের চাঞ্চল্যকরভাবে সন্ধ্যা রাতে ব্যবসায়ী আবু সাঈদ (৪২) হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে নিহতের জামাতা নাজমুল আহসানকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার আটককৃতকে আদালতে সোর্পন করা হয়েছে। আটক জামাতা নাজমুল আহসান (২৫) ডুমুরিয়া থানার ধামালিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা গেছে, গত ১০ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যারাতেউপজেলারপাঁজিয়াইউনি
মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক তাপস কুমার রায় বলেন, এজহারে সন্দিগ্ধ আসামি হিসেবে নিহতের জামাতা নাজমুল আহসানের নাম থাকায় বুধবার অভিযান চালিয়ে কন্দর্পপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন জানান, এ ঘটনায় সন্দেহ হিসেবে নিহত আবু সাঈদের জামাতাকে আটকের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের মুল তথ্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।