আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেশবপুর মুলগ্রাম গ্রামে ফসল বিনষ্টকারী ৪৮ টি ইদুর নিধন 

কেশবপুর যশোর

 

যশোরের কেশবপুরে কৃষকের ফসল বিনষ্টকারী ৪৮টি ইঁদুর ক্ষুব্ধ হয়ে মারলেন কৃষকেরা। কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রামের কৃষক ফারুক হোসেনের গোয়াল ঘরের বিচালীর নষ্টকারী ইদুর বিচালির গাদার মধ্যে তারা দীর্ঘদিন বাসা বেঁধে ফসলের ক্ষতি করে আসছিল।

 

সরকার ফসলের খতি করে এমন ধরনের ইদুরনিধন করে তাহার লেজ কৃষি অফিসে জমাদিলে তাহাকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেওয়া ছিল এরই ধারাবাহিকতায

আজ এই ইদুরের লেজ কৃষি অফিসে জমা দিয়েছেন

 

এদিকে একসঙ্গে ৪৮টি ইঁদুর নিধন করার পর লেজ কেটে উপজেলা কৃষি কর্মকর্তার নিকট জমা দেওয়া হয়েছে। ফসলের ক্ষতি করা ইঁদুর নিধন করায় ওই কৃষক পেতে পারেন পুরস্কার।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap