কেশবপুর যশোর
মঙ্গলবার ১০.১৫ মিনিটে যশোরের শার্শার গোড়পাড়ায় ৩০ কেজি গাঁজা সহ ১ জন যুবক আটক ।
মঙ্গলবার রাত্রে শার্শার গোড়পাড়া শুকুর আলীর বাড়ীর সামনে পাকারাস্তা হতে মুস্তাফির রহমান (৪৫) পিতা-মৃত্যু ইজ্জত আলী কে ৩০ কেজি গাঁজা সহ আটক করে। গোড়পাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোহাম্মদ এজাজুর রহমান (এজাজ) সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩০ কেজি গাজা যার আনুমানিক মূল্য বারো লক্ষ টাকার (১২,০০,০০০) গাঁজা সহ গাঁজাব্যাবসায়ি মুস্তাফির রহমান কে আটক করেন ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম বলেন- সার্কেল এসপি জুয়েল ইমরান সারের নির্দেশে শার্শা কে মাদক ও চোরাচালান মুক্ত অভিযান অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় আজ এই অভিযান। ৩০ কেজি গাঁজা সহ আটক মুস্তাফির রহমান এর বিরুদ্ধে মামলা দ্বায়ের করে করা হযেছে এবং আসামি কে জেল হাজতে প্রেরণ করা হবে।