আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় আইপিএল ক্রিকেট খেলা( ৯) জুয়ারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল খেলায় অনলাইন জুয়া খেলার দায়ে ৯ জুয়ারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

 

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সিনিয়র এএসপি মোঃ সাজেদুল ইসলাম।

 

এরআগে, রোববার (০৮ নভেম্বর) রাতে আশুলিয়ার বাইপাইল থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আজ আশুলিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- জামালপুর জেলার মোঃ হেলাল (৩৯), একই জেলার হাফিজুর রহমান (৩৫), সিরাজগঞ্জ জেলার রুবেল মিয়া (২০), নেত্রকোনা জেলার মোঃ হিরা (২৮), ঢাকা জেলার আবুল কালাম আজাদ (৩৫), দিনাজপুর জেলার পারভেজ (২৮), ঢাকা জেলার বাহারুল (৩০), গাইবান্দা জেলার রনি মিয়া (৩২) ও চাদপুর জেলা মোঃ আজিজ ওরয়ে সবুজ (২৬)।

 

র‍্যাব-৪ জানায়, অবৈধভাবে আশুলিয়া থানার পশ্চিম বাইপাইল এলাকায় কিছু অসাধু লোক আইপিএল ভিত্তিক অনলাইন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ঝটিকা অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে ০১ টি টিভি মনিটর, জুয়া খেলায় ব্যবহৃত প্লেয়িং কার্ড, টালি খাতা, ০৯ টি মোবাইল এবং জুয়ার নগদ ১৯,২২০ টাকাসহ ০৯ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

এ বিষয়ে র‍্যাব-৪ এর পুলিশ সুপার সিনিয়র এএসপি মোঃ সাজেদুল ইসলাম বলেন, গ্রেফতার আসামীরা এই অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তারা আইপিএল শুরু হওয়ার পর থেকেই আইপিএল ভিত্তিক অনলাইন জুয়া খেলে আসছিলো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা হয়েছে। আইপিএল ভিত্তিক অনলাইন জুয়া বিরোধী বিশেষ নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap