আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় জাতীয় সঞ্চয় সপ্তাহ সমাপ্ত।

পাবনা প্রতিনিধি:

‘‘অপচয় না করে সঞ্চয় করো, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’’ এই শ্লোগানকে সামনে নিয়ে গ ১৮ জানুয়ারি শনিবার জাতীয় সঞ্চয় সপ্তাহ ২০২০ শুরু হয়। সপ্তাহ ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদেও, বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের সঞ্চয় উদ্ভুদ্ধকরন এবং প্রত্যান্ত গ্রামাঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠিকে সঞ্চয় উদ্ভুদ্ধকরন কার্যক্রম শুরু হয়েছিল। গতকাল পাবনা সঞ্চয় ব্যুরো অফিসের হল রুমে পাবনা সঞ্চয় ব্যুরো পাবনা সহকারি পরিচালক কৃষ্ণকুমার শীল এর সভাপতিত্বে ও অফিস সহকারি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শাহ নেওয়াজ সালাম (অবসর), পাবনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শরিফুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক উজ জামান, জলা কৃষি তথ্য অফিসার এটিএম ফজলুল হক, সরকারি এডওয়ার্ড কলেজের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক নব কুমার সরকার, বিনিয়োগকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মিসেস মর্জিনা খাতুন ও সামসুন্নাহার কেকা প্রমুখ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap