-
- খুলনা, সারাদেশ
- গোপগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম
- প্রকাশের সময়ঃ নভেম্বর, ৭, ২০২০, ৭:৫১ অপরাহ্ণ
- 338 বার পড়া হয়েছে
কুষ্টিয়া থেকে-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সাবেক গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম । ২০০২ সাল থেকে সাধারন সম্পাদক মোঃআবুল কালাম । এবার সম্মেলন হলেও কমিটি এখনো ঘোষিত হয়নি বলে জানা গেছে।
গোপগ্রাম ইউনিয়নের চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র আলোচনায় মোঃ আবুল কালাম এর নাম । গত নির্বাচনে তাকে নৌকা প্রতীক দেওয়া না হলে তিনি দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বরং নৌকা প্রতীকের উপর সম্মান জানিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন ।
এখন গোপগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের আলোচনায় উঠে এসেছেন তিনি। এরপর থেকে একের পর এক চলছে গুঞ্জন। তিনি বিভিন্ন সময় গোপগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে উন্নয়ন করার চেষ্টা করেছেন বলে তিনি উল্লেখ করেন ।
গোপগ্রাম ইউনিয়নের সাধারন জনগন বলেন, মোঃ আবুল কালাম একজন সাংগঠনিক মানুষ। তার জন্য আমরা কাজ করব। তিনি নির্বাচিত হলে খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকবেন এবং এলাকার আরও উন্নয়ন হবে বলে আমরা মনে করি।
মোঃ আবুল কালাম বলেন, আমি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। অতঃপর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ছিলাম। ২০০২ সাল থেকে গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এর দায়িত্ব পালন করেছি। এবার সম্মেলন হলেও কমিটি এখনো ঘোষিত হয়নি। তবে পূর্বের কমিটিই বহাল থাকবে বলে নেতারা আশ্বস্থ করেছেন। আমি পর পর ৩ বার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম এবং একবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছি।
আমি মহামারী করোনাকালীন সময়ে জনসচেতনতায় কাজ করাসহ এলাকাবাসীর পাশে সার্বক্ষণিক ছিলাম। আমি আমার সাধ্যমত এলাকার জনগণকে ত্রাণ দিয়েছি। এখনও জনগণের পাশে আছি।
তিনি আরও বলেন, ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পাব এই প্রত্যাশায় আমি ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন চাই ।
এ বিভাগের আরো সংবাদ