কুড়িগ্রাম থেকে-
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার (০৭ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সাবেক সহঃ সভাপতি চাষি করিম।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামীলীগ নেতা শেখ বাবুল, এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, ওবাইদুর রহমান, কাজিউল ইসলাম, সাঈদ হাসান লোবান, রুহুল আমিন দুলাল, আনিসুজ্জামান চাঁদ প্রমুখ।
বক্তারা প্রয়াত আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন তিনি শুধুমাত্র রাজনীতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন বিশিষ্ট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবী। পরে তার আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।