সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় বংশাই নদীতে ডুবে টুটুল শেখ (১৭) নামের এক শিক্ষার্থী নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (০৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বংশাই নদীর ডগরতলী ইটখোলা এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করেছে ৷
নিহত টুটুল শেখ আশুলিয়ার এনায়েতপুর বাঁশ তলা এলাকার উজ্জ্বল শেখের ছেলে। সে আলহাজ্ব জাফর ব্যাপারী স্কুলে দশম শ্রেণীতে লেখাপড়া করতো।
স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার দুপুরে মাছ ধরা শেষে বংশাই নদীর আশুলিয়ার ডগরতলী ইটখোলা এলাকায় সাঁতার দিয়ে নদী পাড় হচ্ছিলো টুটুলসহ আরও চারজন। এসময় বাকি তিনজন সাঁতার দিয়ে নদী পাড় হতে পারলেও টুটুল নিখোঁজ হয়।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল রাত পর্যন্ত তল্লাশি চালালেও তার খোঁজ মিলেনি।
আজ সকালে একই এলাকা নদীতে টুটুলের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে৷
এর আগে, শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে বংশাই নদীর আশুলিয়ার ডগরতলী ইটখোলা এলাকায় নদী পাড় হতে গিয়ে নিখোঁজ হয় টুটুল।
বিষয়টি নিশ্চত করে ধামসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য শফিউদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে দাফনের ব্যবস্থা প্রক্রিয়াধীন।