কেশবপুর (যশোর) থেকে-
যশোরের কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে অনলাইন চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরর করা হয়েছে।
আজ শহরের আল আমিন মডেল একাডেমী চত্বরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপু। প্রধান অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক উৎপল দের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা অগ্রণী ব্যাংকের পিন্সিপাল অফিসার আলাউদ্দীন খান বাবু, উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র, লেখক ও প্রভাষক তাপস মজুমদার, শিক্ষক সালাউদ্দীন ,শিক্ষক সাহা বৈদ্যনাথ প্রমূখ। অনুষ্ঠানে ১০ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।