পঞ্চগড়ের আটোয়ারীতে মৎস্য অভয়াশ্রম থেকে চটজাল ( মাহাল জাল) উদ্ধার করে আগুনে জ্বালিয়ে ভূস্মিভুত করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বলরামপুর ইউনিয়নের বাগমারা মৎস্য অভয়াশ্রমে অবৈধভাবে চটজাল দিয়ে মাছ ধরার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য বিভাগের একটি অভিযানকারী দল সেখানে হাজির হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে চটজাল ফেলে লোকজন পালিয়ে যায়। অভিযানকারী দল মৎস্য অভয়াশ্রমে মাছ ধরার লোকজনকে আটক করতে না পারলেও প্রায় ৬০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্তের একটি চটজাল উদ্ধার করে উপজেলা মৎস্য দপ্তরে নিয়ে আসেন।
ওইদিন উদ্ধারকৃত চটজালটি উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্য জনসম্মুখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ভূস্মিভুত করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশিত মৎস্য আইন বাস্তবায়নে উপজেলা মৎস্য বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে।