কেশবপুর যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে কৃষি খাতে অধিক ফলন উৎপাদনের লক্ষ্যে বায়ার প্রচেষ্টাব্যানারে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের উদ্যোগে উপজেলা ১৩৩ জন প্রান্তিক কৃষক পেল উচ্চ ফলনশীল ধানের বীজ।
কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে প্রান্তিক কৃষকদের ভেতর বিনামূল্যে ওই হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।
বাংলাদেশের প্রান্তিক কৃষকদের জন্য বায়ার প্রচেষ্টা ব্যানারে বুধবার বিকালে বীজ বিতরণ অনুষ্ঠানে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের টেরিটরি অফিসার আতিকুজ্জামানের সভাপতিত্বে কৃষকদের হাতে উচ্চ ফলনশীল ‘তেজ গোল্ড’ বীজ ধান বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা।
এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৩৩ জন প্রান্তিক কৃষক বিনামূল্যে ৩ কেজি করে বীজ ধান পেয়েছেন।
ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, উপ সহকারি কৃষি অফিসার অনাথ বন্ধু দাস ও আব্দুর রশিদ প্রমুখ।