আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেশবপুরে ভুমিদস্যুদের কবল থেকে সরকারী বরাদ্ধকৃত জমি ফিরে পেল ভুমিহীন সালেহা

কেশবপুর যশোর
যশোরের কেশবপুরে  দীর্ঘ  দিন স্থানীয় ভুমিদস্যুদের  দখলে  থাকা সরকারী বরাদ্ধকৃত জমি  প্রশাসনের হস্তক্ষেপে  বুঝে পেলেন  চিংড়া গ্রামের অসহায় ভূমিহীন সালেহা  খাতুন। উপজেলার প্রশাসন সোমবার  অবৈধ্য দখলদারদের উচ্ছেদের মাধ্যমে তিনি তার সম্পত্তি বুঝে পান।  উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের চিংড়া গ্রামে  এই ঘটনাটি ঘটেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের চিংড়া গ্রামের চাঁনতুল্য গাজীর ছেলে ভুমিদস্যু  ফজলুর রহমান ও তার ভাইয়েরা পেশি শক্তির বলে সালেহা খাতুনের নামে বরাদ্দকৃত সরকারি জমি অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল।  তিনি শত চেষ্টা করেও  তাদের কবল থেকে এই সম্পত্তি উদ্ধার করতে ব্যর্থ হয়েছেন।
দখল নিতে গেলেই তাকে প্রকাশ্যে হত্যা করার হুমকী দিয়ে আসছিল ঐসব ভুমিদস্যুরা। কোন উপয়ন্তর না পেয়ে অবশেষে ঐ গ্রামের  আনারুল  ইসলামের স্ত্রী অসহায় ভূমিহীন সালেহা খাতুন সোমবার সকালে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার   নিকট উপস্থিত হয়ে সরকারি বরাদ্দকৃত জমি অবৈধ দখলদারদের নিকট থেকে উদ্ধারের জন্য একটি আবেদন করেন।
তাৎক্ষণিক ভাবে অভিযোগটি আমলে নিয়ে ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিস্টেট এর ক্ষমতা বলে সঙ্গীয়  ফোর্স  নিয়ে  ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারি সার্ভেয়ার দ্বারা জমির সীমানা নির্ধারণ পূর্বক অবৈধ দখল উচ্ছেদ করে অসহায় ভূমিহীন সালেহা খাতুনকে তার প্রাপ্য জমি বুঝিয়ে দেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap