আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাভারে নিজ বাড়ির আম গাছে, সাবেক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি:

সাভারে নিজ বাড়ির পাশে আম গাছ থেকে বরকত উল্লাহ (৩৩) নামে সাবেক এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মানুষিক ভাবে অসুস্থ্যতাজনিত কারণে ওই পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

মঙ্গলবার সকালে জামসিং এলাকার নিজ বাড়ির একটি কক্ষ তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত বরকত উল্লাহ (৩৩) সাভারের জামসিং এলাকার আহসান উল্লাহর ছেলে। তবে নিহত বরকত বাংলাদেশ পুলিশের কততম ব্যাচের পুলিশ সদস্য ছিলেন তা জানা যায়নি।

 

নিহতের স্বজন ও পুলিশ জানায়, খাগড়াছড়ি পুলিশ লাইনে কনস্টেবল পদে চাকরি করতেন বরকত। কিন্তু মানুষিক অসুস্থ্যতাজনিত কারণে গত মাসে চাকরি ছাড়েন তিনি। এরপর থেকে সাভারের নিজ বাড়িতে বাবা-মায়ের সাথে থাকতেন। পরিবারের সদস্যরা সব সময় তাকে দেখে রাখত। গতকাল সোমবার রাতে তাকে খুঁজে পাচ্ছিলো না পরিবারের সদস্যরা। পরে মঙ্গলবার বাড়ির পাশে আম গাছে বরকতের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত এএফএম সায়েদ জানান, মানুষিক অসুস্থ্যতা থেকেই সাবেক ওই পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। তারপরও আমরা তদন্ত করছি। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap