আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে ফাঁস দিয়ে আত্মহত্যা

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় বুধবার সকালে নীলকমল নামে এক ব্যাক্তি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ওই ব্যক্তি উপজেলার সূত্রাপুর এলাকার মৃত নিতাই দাসের ছেলে নীলকমল (৪৫)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সূত্রাপুর এলাকার নীলকমল দারিদ্রতার কারণে অভিমান করে ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় তদন্তে জানা গেছে তিনি মানসিক রোগিও ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। পরে পরিবারের অনুরোধে মরদেহটি তাদের কাছে হস্থান্তর করা হয়েছে।

কালিয়াকৈর থানার এসআই মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন, পরে তিনি বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap