কেশবপুর যশোর থেকে-
যশোরের কেশবপুরে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৫ অক্টোবর সকালে কেশবপুর শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কেশবপুর শাখা ব্যাবস্থাপক মোঃ মজুহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রভাষক মশিহুর রহমান, ব্যাংকের গ্রাহক ডাঃ আব্দুল মান্নান, শেখ আব্দুল মজিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন ব্যাংকের ঈমাম আব্দুল্লাহ আল মামুন। ব্যাংকের গ্রাহক বলেন এই ব্যাংক মানুষের সাথে ভালো ব্যাবহারের ফলে দিন দিন গ্রাহক সংখ্যা বাড়ছে। ভবিষ্যতে কেশবপুরের মানুষের চাহিদা মতো সেবা প্রদান করবে বলে আশা ব্যাক্ত করেন।