কেশবপুর যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস নানা কর্ম সূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
এর মধ্যে ছিলো র্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রম।
সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।
এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ‘ মুজিব বর্ষের সফত, সড়ক করবো নিরাপদ। কেশবপুরে নিরাপদ সড়ক দিবসের প্রধান উদ্দোক্তা হারুনুর রশিদ বুলবুল নেতৃত্বে কেশবপুর বাজারে রালি ও নানা কর্ম সুচির মাধ্যমে এই দিনটিকে স্বরনীয করে রাখার উদ্দেশ্যেে দিনরাত কাজ করে চলেছেন। এবং এরাকার মানুষের মাঝে সচেতনতা তৈরিতে ভুমিকা রেখে নিজ উদ্যোগে মানুষের মাঝে সঠিক ভাবে সচেতনার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ অক্টোবর বান্দরবানে স্বামী নায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন স্ত্রী জাহানারা কাঞ্চন। এর পর থেকে ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলেন। নিসচার আন্দোলনের ফল স্বরুপ ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ওই বছর থেকেই বাংলাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়ে আসছে।