কেশবপুর যশোর থেকে-
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামে রুকাইয়া খাতুন (১৪) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার(২০ অক্টোবর) বিকেলে তার বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রুকাইয়া খাতুন উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের হাফেজ ওয়াজেদ আলীর মেয়ে।
স্থানীয় লোকজন ও পুলিশের সূত্রে জানা যায়, কয়কে মাস আগে রুকাইয়ার পারিবারিক ভাবে বিয়ে হয়। রুকাইয়ার মানসিক সমস্যা থাকায় তার স্বামী তাকে তালাক দেন।
তালাক হওয়ার পর থেকে পরিবার থেকে সব সময় বকাঝকা করতো মানসিক রোগী রুকাইয়াকে। তারই জের ধরে আজ সকালে বিষ পান করেন।
পরে রুকাইয়াকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে মুখ দিয়ে রক্ত উঠে মারা যান বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
কেশবপুর থানার ওসি বলেন, ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।