আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্গা পূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা ও পূজা  সংক্রান্ত বিষয়ে মতবিনিময় 

কেশবপুর যশোর:

দূর্গা পুজা উপলক্ষে মতবিময  সভা রোববার কেশবপুর  আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়৷ উক্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। কেশবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন সাহেব  উপস্থিত   ছিলেন এছাড়াও পূজা মণ্ডল কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন হিন্দু বোদ্ধ খৃষ্টান পরিষদের সদস্য গন উপস্থিত ছিলেন আওয়ামি লীগের নেতা-কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কিভাবে পূজা কে সাফল্যমন্ডিত করা যায় কিভাবে পূজাকে ভালো  ভাবে  দায়িত্ব  পালন  করে  কোন প্রকার সমস্যা  না হয সেদিকে সকলকে  খেয়াল  রাখার  আহবান  জানান   । কোন প্রকার শৃঙ্খলার অবনতি  না হয় সেদিকে  সকলকে  খেয়াল  রাখার  আহবান  জানান ।  কোন সমস্যা দেখা  দিলে  তাহা সাথে  সাথে  কতৃপক্ষের  কাছে  জানাতে বলেন । দেশে  করোনা  ভাইরাস সংক্রমণের  দিকে খেয়াল  রাখতে  হবে  একএে হওয়া  থেকে বিরত  থাকতে  হবে । আনন্দ করতে গিয়ে  আবার করোনায অসুস্থ হওয়ার যাবে না
সেদিকে সকলকে খেয়াল রাখার আহবান জানান

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap