আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে প্লাস্টিক বোতলের সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে আগুন, ৬টি পরিবার নিঃস্ব

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

উপজেলার টান সূত্রাপুর এলাকার আলাল উদ্দিনের কলোনিতে বৃহস্পতিবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সকাল ৯টার দিকে ওই কলোনির রাশেদুল হকের ভাড়া কক্ষে প্লাস্টিক বোতলের সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে আগুনের সুত্রপাত ঘটে। আগুনে ওই কলোনির ৬টি কক্ষ ও কক্ষে থাকা বিভিন্ন মালামাল পুড়ে নিঃস্ব হয়েছে ৬টি পরিবার।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও পাশের জিএমএস কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ অগ্নিকান্ডের ঘটনায় ওই কলোনিতে ভাড়া থাকা রাশেদুল হক, আইয়ুব মিয়া, সজিব হোসেন, মাইদুল হাসিবুল ও অহেদ আলী’র ছয়টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।

ওই কলোনির মালিক আলাল উদ্দিন জানান, প্রতি কক্ষেই লোহার সিলিন্ডার বোতলে গ্যাস থাকলেও ভাড়াটে রাশেদুল হকের কক্ষে ঝুঁকিপূর্ণ প্লাস্টিক বোতলে সিলিন্ডার গ্যাস। হঠাৎ আগুন জ্বলে উঠে। আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকতার্ কবিরুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ওই কলোনির ৬টি কক্ষ ও কক্ষে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে আগুনে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপন করা হয়নি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap