বরিশাল থেকে-
বরিশাল জেলার উজিরপুর উপজেলা ধামুরা বন্দরে আজ সকাল দশ টায় ধর্ষক বিরুদ্ধি আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা প্রথমে ধামুড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে। পরে একটি মিছিল নিয়ে স্কুলের সামনে থেকে ধামুড়া বন্দরের গুরুত্বপূর্ণ রোড প্রদক্ষিণ করে ধামুড়া স্কুল মসজিদের সামনে এসে সমাপ্তি ঘোষণা করে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে বক্তরা বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু নারীদের মুক্তি এখন হয় নি,আজ সারা দেশে ধর্ষন নামক মহামারী আমাদের জীবন কে সংকিত করে তুলছে।সারা দেশে নারীদের কোথাও নিরাপত্তা নেই,তাই সাধারণ শিক্ষার্থীরা ধর্ষক দের ফাঁসির দাবী করেন,এবং দাবি আদায়ে প্রয়োজনে সকল উপজেলা ইউনিয়নে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি প্রদান করেন।