আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রেনে কাটা
ট্রেনে কাটা

সাভারে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় গার্মেন্টস কর্মীর মৃত্যু 

সাভার প্রতিনিধিঃ

সাভারে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গার্মেন্ট কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলের আরেক আরোহীকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা বাসষ্ট্যান্ড এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম (৩৫)। সে সাভার পৌর এলাকার ছায়াবিতি মহল্লার আবুল কাশেম সাধুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে গার্মেন্টস কর্মী জাহাঙ্গীর আলম এক বন্ধুর মোটরসাইকেলে করে চারাবাগ এলাকায় নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। তারা কলমা বাসষ্ট্যান্ডে পৌছলে বেপরোয়া গতির একটি পিক আপ ভ্যান তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

এসময় মটরসাইকেলসহ তারা দুইজনই সড়কে পড়ে যান। এঘটনায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap