সাভার প্রতিনিধিঃ
আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ সুজন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) একটি আভিয়ানিক দল। এ সময় আটক মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৩ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ জমির উদ্দিন।
এর আগে বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুজন জামালপুর জেলার ইসলাপুর থানার পলা বান্দা এলাকার মুক্ত ব্যাপারীর ছেলে। সে আশুলিয়ার নিরিবিলি এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে থাকে বলে জানা যায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান পরিচালনা করে সুজন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তার নিকট থেকে ৩ কেজি গাজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুজন বিভিন্ন থানার একাধিক মাদক মামলার আসামি বলে জানা গেছে।
র্যাব-৪ এর সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ জমির উদ্দিন বলেন, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।