যশোর কেশবপুর থেকে-
যশোরের কেশবপুরে ১১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে তাদেরকে শহরের ভোগতীনরেন্দ্রপুর বায়সার মোড় এলাকা থেকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপান সুত্রে সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নির্দেশনায় উপ-পরিদর্শক ফজলে রাব্বী সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী দম্পতিকে ১১০ পিচ ইয়াবাসহ আটক করেন। আটককৃতরা হলেন, শহরের ভোগতীনরেন্দ্রপুর এলাকার জিয়াউর রহমান (৩৮) ও তার স্ত্রী বৃষ্টি খাতুন (২৪)।এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী বলেন, মাদক ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। আসামী জিয়াউর রহমান তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগেও ৩টি মাদক মামলা রয়েছে। সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী গ্রেফতারকৃত বৃষ্টি স্বামীর সহযোগী হিসেবে মাদক ব্যবসায় জড়িত রয়েছে । কেশবপুরকে মাদক মুক্ত করার জন্য ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেএলাকা বাসিকে আশ্বস্ত করেন।