-
- ক্রাইম, রাজশাহী, সারাদেশ
- ১৮বছর পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ আয়নাল হক হত্যা মামলার রায়, ২জনের ফাঁসি।
- প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর, ২২, ২০২০, ১:১২ অপরাহ্ণ
- 614 বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধি :
নাটোরের আলোচিত বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক হত্যা মামলার রায় সোমবার ঘোষনা করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ সাইফুর রহমান সিদ্দিকী সকাল ১১টায় আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষনা করেন।
২০০২ সালের ২৮ মার্চ বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে ও অস্ত্রের আঘাতে মৃত্য হয়েছে মনে করে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. আয়নাল হককে রাস্তায় ফেলে রেখে দেয় সেই সময় কাউকে কাছে আসতে দেয় না,পরে প্রশাসন লোক এসে রাজশাহী হাসপাতালে পাঠায় পরের দিন সকালে তিনি মৃত্য বরণ করেন । রাজনৈতিক প্রতিহিংসায় তাকে হত্যা করা হলো।মৃত জানাজায় তার আত্মীয়-স্বজন কাউকে অংশগ্রহণ করতে দেয় না বিএনপি এই হত্যাকারীরা সেই দিন রাএী বিভীষিকাময় পরিস্হিতি সৃষ্টি করে, বনপাড়া এলাকায় লুটপাট ঘর দরজা ভাঙচুর ৫৪টি বাড়ি ঘর পুড়িয়ে দেয়।
সে সময় ডা আয়নাল হকের পুত্রবধু নাজমা রহমান বাদি হয়ে মোট ১৭জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে চারজন আসামী মৃত্যুবরণ করেছেন।মোট ১৩ জন আসামীর মধ্য দুই জনের ফাসি হয়েছে বাদ বাকী সবাই খালাস পায়।মৃত্য দন্ডপ্রাপ্ত দুই জনের নাম শামিম (৪৫)ও তোরাফ আলী, গ্রাম মহিষভাংগা। এই রায়ের বিষয় তাৎক্ষনিক মূত ডাঃ আয়নাল হক এর বড় ছেলে বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি কে এম জাকির হোসেন বলেন,রায়ে আমরা সন্তেষ্ট না উচ্চ আদালতে আপিল করবো।
এ বিভাগের আরো সংবাদ