আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাভার থেকে অপহরণের চার দিন পর শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

খোরশেদ আলম, সাভার  প্রতিনিধিঃ

সাভার থেকে অপহরণের চার দিন পর আমেনা খাতুন নামে আড়াই বছরের এক শিশুকে রংপুর থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এঘটনায় অপহরণের অভিযোগে এক দম্পতিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- নীলফামারী জেলার জলঢাকা থানার বারইপাড়া গ্রামের আলিয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২২) ও তার স্ত্রী বগুড়া জেলার শিবগঞ্জ থানার শোলাগাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে সামসুর নাহার (৩২)।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান জানান, পোশাক শ্রমিক আসাদুল ইসলাম সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংক টাউন এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। গত চার দিন আগে তাদের প্রতিবেশী সামসুর নাহার আসাদুলের আড়াই বছর বয়সী কন্যা শিশুকে নিয়ে দোকানে চকলেট কিনতে গিয়ে আর ফিরে আসেনি। পরর্বীতে আসাদুলের মোবাইলে ফোন করে মেয়েকে অপহরণ করা হয়েছে জানিয়ে এক লাখ টাকা মুক্তিপন দাবি করেন অন্যথায় তাকে হত্যা করে লাশ গুম করার হুমিক দেয়া হয়। ওই দিনই ঘটনাটি জানিয়ে সাভার মডেল থানায় বিষয়টি জানিয়ে একটি সাধারণ ডায়েরী করেন অপহৃত শিশুর বাবা আসাদুল।
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, শিশু অপহরণ ও মুক্তিপনের বিষয়টি আমাদেরকে জানানো হলে বিষয়টি গুরুত্ব দিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধারে রংপুর, নীলফামারী, বগুড়া ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। টানা চার দিনের অক্লান্ত পরিশ্রমের তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুর মর্ডাণ মোড় এলাকায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হন তারা। পরে শুক্রবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার ও অপহৃত শিশু আমেনা খাতুনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত শিশুটিকে ঢাকায় এনে শুক্রবার রাতে তার বাবা মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা (নং-৩৫) দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap