বিশেষ প্রতিনিধি।
মানিকগঞ্জের সদর উপজেলার জাগীর ইউনিয়নের ২নং ওয়ার্ডে গ্রামীণ দরিদ্র নারীদের সংগঠন জয়রা স্বনির্ভরপল্লী সমাজের আয়োজনে ১৫ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় মালেকার বাড়ীর উঠানে সামাজিক সম্প্রীতির নিদর্শণ স্বরূপ এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্বনির্ভরপল্লী সমাজের সভাপ্রধান মালেকা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ ফজর আলী ও সহকারী শিক্ষক মোঃ কায়কোবাদ সহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ। ক্রীড়া প্রতিযোগিতায় নারীরা মিউজিকের সাথে বালিশ বদল, হাড়ি ভাঙ্গা খেলায় অংশগ্রহন করেন।
এছাড়াও এলাকার কিশোরীরা স্কীপিং (রশি) খেলায় অংশগ্রহন করে। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন স্বনির্ভর পল্লীসমাজের আইসিটি চ্যাম্পিয়ন ফারজানা আক্তার মুক্তা এবং অন্তরা আক্তার। ক্রীড়া প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন স্বনির্ভর পল্লী সমাজের নির্বাহী কমিটির সদস্য কুলসুম আক্তার ও জোসনা বেগম।
ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে ১০ জন করে অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে জয়রা স্বনির্ভর পল্লী সমাজের সভাপ্রধান মালেকা বেগমসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এর ফলে আমাদের হারিয়ে যাওয়া পুরানো ঐতিয্য ফিরে আসবে এবং একে অন্যের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবেন। উপস্থিত সকলে জয়রা স্বনির্ভর পল্লী সমাজের এই উদ্যোগকে স্বাগত জানান।
ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে সভাপ্রধান মালেকা বেগম বলেন, দীর্ঘদিন করোনার কারনে মানুষ বাড়ীতে একাকী থাকায় বিভিন্ন মানষিক সমস্যার সম্মুখিন হচ্ছিল। করোনাকালীন সময়ে মানুষের মনোবল বৃদ্ধি এবং মানষিকভাবে সুস্থ্য থাকার লক্ষ্যে আজকের এই ক্রীড়া প্রতিযোগীতার উদ্দেশ্য