গতকাল রাতে উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে নুরানী মাদ্রাসার সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুড়ে যায়। সংবাদ পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন উজিরপুর উপজেলার নির্বাহী অফিসার প্রনতী বিশ্বাস এ সময় তিনি পোড়া দোকান দেখে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার (বাচ্চু) তিনি ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের আর্থিক সাহায্যের আশ্বাস দেন, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইণ রন্টু,উজিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ কামাল হোসেন সবুজ, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন,মোঃ নজরুল ইসলাম মাঝী, সাধারণ সম্পাদক শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ অন্যান্যরা।