আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাপ্তাই উপজেলার ভাইস চেয়ারম্যান গাছ চুরির মামলায় সাময়িক বরখাস্ত

রাঙ্গামাটি থেকে-
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে মোঃ নাছির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মুনতাসির জাহান।
তিনি বলেন, ২৬ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে কাপ্তাই উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে নাছির উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্তের চিঠি ইউএনওর কার্যালয়ে এসে পৌঁছায়।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, কাপ্তাই উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলায় ৩ বছরের সাজার একটি আদেশ হয়েছে। সে কারণে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেছে। বন বিভাগের প্রায় ৩০ লাখ টাকার বনজ সম্পদ আত্মসাতের একটি মামলায় জেল খেটেছেন তিনি।
আদেশে আরো উল্লেখ করা হয়, চুরির মামলার দন্ডপ্রাপ্ত একজন আসামি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আসীন থাকলে পরিষদের প্রতি জনসাধারণের শ্রদ্ধা ও আস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, যা পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের জন্য মানহানিকর এবং জনস্বার্থের পরিপন্থী।
উল্লেখ্য, চলতি বছরের গত ২৮ জানুয়ারি বন বিভাগের মামলায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দীনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙ্গামাটির আদালত। এছাড়া ৩০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড  দেওয়া  হয়েছে। রাঙ্গামাটি  জুডিশিয়াল  আদালত ২-এর সিনিয়র  জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট সবুজ  পাল আসামিদের  উপস্হিতিতে এ রায দেন।
একই মামলার আরেক আসামি বাবুল মেম্বারকে দেড় বছর সশ্রম কারাদণ্ডসহ ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল আদালত-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পাল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap