পাবনা প্রতিনিধিঃ
১৯ আগষ্ট বুধবার সন্ধ্যা ৭টায় শহীদ এম মুনসুর আলী কলেজ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা জেলা রিক্সা-ভ্যান মালিক-
শ্রমিকদের যৌথ উদ্যোগে পাভেল হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের মাননীয় সাংসদ জননেতা গোলাম ফারুক প্রিন্স।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোশারফ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌর
আওয়ামীলীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন। আলোচকছিলেন বিশিষ্ট সমাজসেবক অনন্যা সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মো. মাহফুজ আলী কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব শরিফুল হক পলাশ, শ্রম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান পিনা, আব্বাস আলী প্রমূখ।
সভা পরিচালনা করেন শ্রমিক নেতা আবুল হোসেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মুনসুর আলী কলেজের আরবীর প্রভাষক মো. শামসুল ইসলাম। সভা শেষে তাবারক বিতরণ করা হয়।