আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কৃষকের ধান কেটে দিলেন আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীরা

সাভারঃ  প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় পাঁচটি ইউনিয়নের মধ্যে কৃষকবান্ধব  একটি ইউনিয়ন   সেটি হল  পাথালিয়া ইউনিয়ন  যেমনি  ধানের ফসল ভাল হয়েছে  তেমনি আবার  করোনা ভাইরাসের কারণে ধান কাটার জন্য  কোন বদলা খুঁজে  পাওয়া যাচ্ছিল না,  কৃষক সবুজ নিয়ে দিশেহারা হয়ে পড়েন  তিনি কোন উপায় না পেয়ে  টিভির পর্দায় যখন  প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন  যে কৃষকের  পাশে দাঁড়ানোর জন্য  বাংলাদেশ আওয়ামী লীগের  ছাত্রলীগের  যুবলীগের  কৃষকলীগের  সকল নেতাকর্মীদের  নির্দেশনা দিয়েছেন  কৃষককে সার্বিক সহযোগিতা করার জন্য  সেই কথা ভেবেই  কৃষক সবুজ  ছুটে চলে যান  আশুলিয়া থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি  এস এ শামীমের কাছে তাকে বলার সাথে সাথে  ২০ জনের একটি টিম  গঠন করে কৃষকের ধান কেটে  দিয়েছে  শুধু কেটে দিচ্ছে না ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছেন  ।

গত কয়েকদিন ধরে কোন উপায় খুঁজে পাইনি। পরে আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি এস এ শামীমসহ ২০ জন এসে আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছে। আমি দোয়া করি সে যেন সবসময় মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। এ বিষয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি এস এ শামীম বলেন আমরা জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করি তারই নির্দেশে দিশেহারা কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে, ফটোসেশন করতে নয়। আগামীতেও তাদের পাশে থাকব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap