আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি সাভার:
হাঁটি-হাঁটি করে জাতীয় দৈনিক “ভোরের দর্পণ” পত্রিকা ২৪ বছর পেরিয়ে ২৫ এ পদার্পণ উপলক্ষে আশুলিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের স্বনামধন্য ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বর্ষপূর্তির কেক কাটা ও আলোচনা সভা আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি গাজিরচট এএম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সিপাল মো. মোজাফফর হোসেন ও প্রধান আলোচক আবুল হুসাইনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অভিনেতা এবং পত্রিকাটির আশুলিয়া প্রতিনিধি মো. মশিউর রহমান মশি।
এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. জহিরুল ইসলাম খাঁন লিটনের সঞ্চালণায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. ইমান উদ্দিন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন মুন্সী, ছাত্রদল নেতা মো. ইসমাইল হাবিব, নাট্য পরিচালক মো. হিরন সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. লোকমান হোসেন, দৈনিক যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান মিঠু ও ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মো. জাহিদ হাসান শিকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্তের মো. তুহিন আহমেদ, মাই টিভির আশুলিয়া প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, বাংলা টিভির আলমগীর হোসেন নিরব, বিজয় টিভির মো. সোহেল হোসেন, সাংবাদিক ইমরান হাসান নিলয়, এশিয়ান টিভির সবুজ হোসেন, চ্যানেল এস এর মৃদুল ধর ও বিডি লাইভ টুয়েন্টি ফোরের শাকিল শেখ প্রমুখ।
প্রসঙ্গ: মশিউর রহমান মশি দীর্ঘদিন ধরে দৈনিক “ভোরের দর্পণ” পত্রিকায় নিষ্ঠার সাথে কাজ করে আসছেন এবং সাংবাদিকতার পাশাপাশি তিনি টিভি নাটকেও অভিনয় করে ব্যপক সুনাম কুড়িয়েছেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap