আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে বিষ প্রয়োগে পুকুরের মাছ মারার অভিযোগ

সাইফুল ইসলাম,ধামরাই (ঢাকা) :-

ঢাকার ধামরাইয়ে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ নভেম্বর ) গভীর রাতে উপজেলার নান্নার ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নাজিমুদ্দিনের ৩৬ শতাংশ পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী নাজিমুদ্দিন বলেন,৩৬ শতাংশ জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি এবার পুকুরে কার্প জাতীয় মাছ সহ রুই, কাতল, বাটা, থাইল্যান্ডের পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
রবিবার রাতে অজ্ঞাত কয়েকজন লোক আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে জানিয়েছেন ওই পুকুরের মৎস্য চাষী নাজিমুদ্দিন।

সকালে তিনি পুকুরে খাবার দিতে গিয়ে দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠছে । প্রথমে গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে বলে তার ধারনা । এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
এ ঘটনায় কোনো অভিযোগ থানায় আসেনি বলে জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ । তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap