নাইমুর রহমান বিপ্লব, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ০২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে নবীন শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য ও সার্বিক বিষয়ে ধারণা দেন বিভাগের শিক্ষকরা।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ৩৩তম ব্যাচ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নবীন বরণ প্রোগ্রাম আয়োজনের করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ডায়েরি, ব্যাগ ও কলম দিয়ে বরণ করে নেন বিভাগটি। এছাড়াও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিভাগের শিক্ষক এবং সিনিয়র শিক্ষার্থীরা। এসময় প্রফেসর ড. তোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল মোত্তালিব, এছাড়াও বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুল্লাহ, প্রফেসর ড. আব্দুল মালেক, প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. আবু সাইদ মোহাম্মাদ আলী, প্রফেসর ড. আব্দুস সালাম, প্রফেসর ড. ওবায়েদুল ইসলাম, প্রফেসর ড. নূর মোহাম্মদ, প্রফেসর ড. এ কে এম মফিজুল ইসলাম , প্রফেসর ড. কাওছার বাকী বিল্লাহ, প্রফেসর ড. শামসুল হক সিদ্দিকী, প্রফেসর ড. সাইফুল গনী নোমানসহ বিভাগের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রফেসর ড. কামরুল হাসান ও প্রফেসর রফিকুল ইসলাম।
নবীন শিক্ষার্থী হাসানুজ্জামান অনুভূতি ব্যক্ত করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ এর ভাষণে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, কিন্তু এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়ব, ঠিক তেমনি ভাবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবুও আরবী ভাষা সাহিত্যকে মুক্ত করবোই করব।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাহফুজুর রহমান বলেন, তোমাদের কে প্রচুর পড়ালেখা করতে হবে। একজন শিক্ষার্থী হিসেবে তুমি রাজনীতিতে গিয়ে নিজের জীবন কে যখন নষ্ট করে দাও তখন আমাদের কষ্ট লাগে, রাজনীতি যদি করতেই চাও তাহলে আগে ভালোভাবে জীবন গঠন করে নাও, তারপরে যখন মাস্টার্স এ উঠবে তখন গিয়ে দেশ ও জাতির সেবায় কাজ করবে। তাই সর্বপরি যেটা বলতে চাই পড়ার বিকল্প কিছু নেই। পড়ো পড়ো এবং পড়ো।