আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি সহ ১০ ডাকাত আটক

বিশেষ প্রতিনিধি, সাভার ( ঢাকা) প্রতিনিধি
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাত চক্রের সর্দারসহ ১০ ডাকাতকে আটক করেছে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার সহ দুটি চাকু উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার বিকাল ৩টায় র‌্যাব-৪, সিপিসি-২
এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান, একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ডাকাত সর্দারসহ চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত পলাতক আসামী ছিলেন আটকৃত ডাকাত চক্রের প্রধান, ঢাকা জেলার মোঃ আলী হোসেন @ আলী(৩৮),
আটককৃত ডাকাত চক্রের অন্যান্য সদস্যরা হলো, মোঃ আবুল বাশার (৩০), জেলা-মানিকগঞ্জ। মোঃ ইমরান হোসেন (২৩), জেলা-মানিকগঞ্জ। মোঃ নাজির হোসেন (২৬), জেলা-শরিয়তপুর।  মোঃ শুভ (২০), জেলা-ঢাকা। মোঃ ওয়াহিদ হাসান (৩০), জেলা-ঢাকা। মোঃ স্বপন (২৯), জেলা-বরিশাল। মোঃ মিরাজ হোসেন (৩৫), জেলা-মাদারীপুর। মোঃ রুবেল উদ্দিন (২৮), জেলা-ঢাকা। মোঃ শাকিব (২১), জেলা-ঠাকুরগাঁও।
র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গত বেশ কিছুদিন যাবত আশুলিয়া থানার কবিরপুর এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্র দেশীয় অস্ত্র দেখিয়ে সাধারণ পথচারী, রিকশাচালকসহ যাত্রীদের জিম্মি করে তাদের সর্বস্ব লুট করে নিচ্ছিলো এবং ক্ষেত্র বিশেষে হত্যার উদ্দেশ্যে যাত্রীদের ছুরিকাঘাত করে পালিয়ে যাচ্ছিলো। এ ঘটনায় স্থানীয় জনতা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলে  প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে, আশুলিয়া থানার নবীনগর এলাকায় কয়েকজন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদে র‌্যাব-৪ অভিযান পরিচালনা করে, ডাকাতি চক্রের সর্দার মোঃ আলী হোসেন @ আলীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত পলাতক আসামী এবং তার বিরুদ্ধে ডাকাতি-ছিনতাই এবং মাদকসহ ডজনখানেক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap