আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি, সাভার( ঢাকা)
সাভারে রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এসময় গাড়ি চাপায় ওই বৃদ্ধের মাথা ছিন্নভিন্ন হয়ে গেলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় । এসময় তার পাশে একটি ছোট বস্তায় কিছু পুরাতন কাপড় পরে থাকতে দেখা যায়। নিহত ব্যক্তি দিনমজুর হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (০৭ মাচ) দুপুর ১২টার দিকে সাভারের নবীনগর উত্তর বঙ্গের বাস স্ট্যান্ডের সামনে হাইওয়ে রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সংবাদ পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কোনো গাড়ি আটক করতে পারেনি পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, তবে পুলিশ ধারণা করছে তার বয়স ৫৫ বছর হবে।
ঘটনা স্থলের প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাস  স্ট্যান্ডে গাড়ির ভিড় থাকায় স্পষ্ট ঘটনাটি দেখা যায়নি, তবে ঘটনার সময় কিছু ট্রাক অস্বাভাবিক গতিতে যেতে দেখেছেন তারা। এতে ধারণা করা হচ্ছে ট্রাকের চাপায় মৃত্যু হয়েছে ঐ বৃদ্ধের।
ঘটনাস্থলে কাউন্টার মালিক ফারুক বলেন এই জায়গাটাতে প্রায়শই দুর্ঘটনার ঘটনা ঘটে। এরকম দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেয়া প্রয়োজন বলে কাউন্টার মালিকরা মনে করেন।
সাভার হাইওয়ে থানার এসআই বাবুল বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় আইলেনে পা বেজে পড়ে গেলে, তাকে কোন একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। গাড়িটি সনাক্ত করা সম্ভব হয়নি। সিসি টিভি ক্যামেরা পর্যালোচনা করে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করবো আমারা।
নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি তবে তার বয়স আনুমানিক ৫৫ বছর হবে। মৃতদেহ থানায়  নিয়ে যাচ্ছি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap